ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, মার্চ ৭, ২০১৮
সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে

ঢাকা: স্বাধীনতার প‌ক্ষের শ‌ক্তি‌কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের প্রে‌সি‌ডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ না‌সিম।

তিনি ব‌লেছেন, আমরা স্বাধীনতার প‌ক্ষের শ‌ক্তি য‌দি ঐক্যবদ্ধ থা‌কি তাহ‌লে আগা‌মী একাদশ সংসদ নির্বাচ‌নে বিজয় লাভ কর‌বো। আর সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে, যেভাবে ইউরোপ, আমেরিকা, ভারতে হয়ে থাকে।

ঐতিহাসিক ৭ মার্চ উপল‌ক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যা‌নে আ‌ওয়ামী লীগ আ‌য়ো‌জিত সমা‌বেশে একথা ব‌লেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী।

আগা‌মী নির্বাচনে বিজয়ের মধ্য দি‌য়ে স্বাধীনতার বিপক্ষ শ‌ক্তি‌কে চূড়ান্তভা‌বে পরা‌জিত করা হ‌বে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধু আমা‌দের স্বাধীনতা দি‌য়ে গে‌ছেন। আজ তারই কন্যা মৃত্যুঝুঁকি নি‌য়ে অর্থ‌নৈ‌তিক মু‌ক্তির জন্য সংগ্রাম কর‌ছেন। বার বার বঙ্গবন্ধু কন্যা‌কে হত্যার ষড়যন্ত্র ক‌রে‌ছে ওই পরা‌জিত শক্তিরা।  

‘আগামী নির্বাচ‌নে ঐক্যবদ্ধভা‌বে বিজয় লাভ ক‌রে ও‌দের চূড়ান্তভা‌বে পরা‌জিত করা হ‌বে’।

এরইমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টার কিছুক্ষণ আগে সমাবেশ মঞ্চে আসন নেন তিনি।  

** সোহরাওয়ার্দীর সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
** কাদেরের বক্তব্যে সোহরাওয়ার্দীতে জনসভা শুরু
** সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
** ৭ মার্চ নিয়ে মঞ্চে গান গাইলেন মমতাজ
** সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনস্রোত


বাংলা‌দেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৭
এসকে/এসএম/এমএফআই/এসআইজে/এমএ/এএম/এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।