ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, মার্চ ৭, ২০১৮
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) চাপায় মহাদেব (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

বুধবার (০৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফাইজুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলের সামনের রাস্তা পারাপারের সময় ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী হিউম্যান হলার  (লেগুনা) মহাদেবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে এলাকাবাসী মিনিট পাঁচেক মহাসড়ক অবরোধ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময় ১০৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএএএম/এএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।