ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে আগুনে পুড়লো ২ বসতঘর, দগ্ধ গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, মার্চ ৬, ২০১৮
কটিয়াদীতে আগুনে পুড়লো ২ বসতঘর, দগ্ধ গৃহবধূ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আগুন লেগে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় কুলসুম বেগম (৩৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে উপজেলার করগাঁওয়ের ভাট্টা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ গৃহবধূ কুলসুমকে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার করগাঁওয়ের ভাট্টা গ্রামের কামাল মিয়ার তালাবদ্ধ বসতঘরে আগুন লাগে। পাশের ঘরে কামালের ভাই সেলিমের স্ত্রী কুলসুম বিশ্রাম নিচ্ছিলেন। দু’টি ঘর পাশাপাশি হওয়ায় আগুন সেলিমের ঘরেও ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হয়ে কুলসুম ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কামাল ও সেলিমের ঘর দু’টি ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।   আগুনে ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান কেয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।