ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ইউপি সদস্যের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মার্চ ৬, ২০১৮
বাগেরহাটে ইউপি সদস্যের কারাদণ্ড

বাগেরহাট: প্রতারণার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোসা. সেতারা বেগম ওরফে নাজমা শিকদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় নাজমা আদালতে ছিলেন না।

মামলার বাদী পক্ষের আইনজীবী সাহা অসিম কুমার বাংলানিউজকে জানান, উপজেলার বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে নাজমা একই এলাকার আমজাদ হোসেন শেখের ছেলে মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি করার জন্য ইট, বালু, রড, সিমেন্ট বাকিতে কিনেন। এসময় নাজমা চাঁনকে কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২ লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক চাঁন বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামি নাজমা বর্তমানে পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।