ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নরসিংদীতে ভাস্কর্য ‘অঙ্গীকার’ উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, মার্চ ৬, ২০১৮
নরসিংদীতে ভাস্কর্য ‘অঙ্গীকার’ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদীতে ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে নরসিংদী পুলিশ লাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ ভাস্কর্যের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমেনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোতালেব পাঠান, ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন মানিক, মাধবদী পৌরসভার মেয়র ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্যই এ ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।