ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কলেজছাত্র রওনক হত্যায় গ্রেফতার ৫জন রিমান্ডে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, মার্চ ৬, ২০১৮
কলেজছাত্র রওনক হত্যায় গ্রেফতার ৫জন রিমান্ডে 

ঢাকা: রাজধানীর শাঁখারী বাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনককে (১৭) খুনের ঘটনায় গ্রেফতার পাঁচ তরুণ-তরুণীকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ১০দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালি থানার পরিদর্শক জানে আলম।

 

শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ডপ্রাপ্তরা হলেন- রিয়াজ আলম ওরফে ফারহান, ফাহিম আহম্মেদ ওরফে আব্রো, ইয়াসিন আলী, আল আমিন ওরফে ফারাবী খাঁন ও লিজা আক্তার ওরফে মাইসা আলম।  

এর আগে সোমবার (০৬ মার্চ) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গত ১ মার্চ দুপুরে পুরান ঢাকার শাঁখারী বাজারে রওনককে খুন করা হয়। মৃত রওনক কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে। সে আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজে পড়তো। এ ঘটনায় ওইদিনই কোতয়ালি থানায় একটি মামলা করা হয়।  

পুলিশ জানায়, ত্রিভূজ প্রেমের বলি হয়েছেন রওনক। সাবেক প্রেমিকা মাইসাকে ব্যবহার করে শাঁখারী বাজারে নিয়ে যায় রওনকের বর্তমান প্রেমিকা তুহুর প্রেমিক। একই সময় রওনক ও তার খুনির সঙ্গে প্রেম করছেন তুহু। আর সেখান থেকেই এ দ্বন্দ্বের সৃষ্টি।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।