ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, মার্চ ৬, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় স্মারকলিপি

(শাবিপ্রবি): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের বিচার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

হামলাকারীসহ মূলহোতাদের বিচার দাবিতে মঙ্গলবার (০৬ মার্চ) দুপুরে গণস্বাক্ষর কর্মসূচি শেষে তিন দফা দাবিতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে এ স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সুষ্ঠু ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

এক্ষেত্রে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে সীমান্ত প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তা সমাধানের নামে কাউকে হয়রানি না করে যথাযথ পদক্ষেপ নেওয়াসহ কয়েক দফায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এরআগে গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।