ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মৌলবাদের শিকড় উপড়ে ফেলার দাবিতে শাবিপ্রবিতে মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, মার্চ ৬, ২০১৮
মৌলবাদের শিকড় উপড়ে ফেলার দাবিতে শাবিপ্রবিতে মিছিল জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মৌন মিছিল/ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৌলবাদের শিকড় উপড়ে ফেলার দাবিতে শাবিপ্রবিতে মৌন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (০৬ মার্চ) সকালে এ মৌন মিছিল করে শিক্ষার্থীরা। এসময় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে শুরু হয়ে উপাচার্য ভবনের (প্রশাসনিক ভবন-২) সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শাবিপ্রবি সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রেজা সেলিম, অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শাবিপ্রবি থেকে মৌলবাদের শিকড় উপড়ে ফেলান অাহ্বান জানান।

এরআগে গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।