ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে আড়াই হাজার ইয়াবাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩২, মার্চ ৬, ২০১৮
ঈশ্বরদীতে আড়াই হাজার ইয়াবাসহ আটক ১

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার নতুনহাট মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করেছে পাকশী হাইওয়ে পুলিশ। এসময় আটক করা হয়েছে ওই গাড়ির চালক আবুল কালামকে (৪৫)।

আবুল কালামের বাড়ি ভোলা সদর উপজেলায়। মঙ্গলবার (৬ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

 

পাকশী হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাজিবুল করিম বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নতুনহাট মোড়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে আড়াই হাজার পিস ইয়াবা পাওয়ায় চালক আবুল কালামকে আটক করা হয়। তবে আগেই তার সহযোগী পালিয়ে যান। প্রাইভেটকারটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বাংলানিউজকে জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাকে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।