ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে মাদকসহ ১১ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১০, মার্চ ৬, ২০১৮
দিনাজপুরে মাদকসহ ১১ বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১১ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ মার্চ) সকাল দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

হাফিজুর রহমান বলেন, সোমবার (০৫ মার্চ) গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১১ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা, ৩৫ বোতল ফেনসিডিল, ২ লিটার চোলাই মদ, ৬০ গ্রাম গাঁজা ও ১০ পিস নেশা জাতীয় অ্যাম্পোল ইঞ্জেকশন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।