ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার সরকার সুস্থ জাতি গঠনে বদ্ধপরিকর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মার্চ ৫, ২০১৮
শেখ হাসিনার সরকার সুস্থ জাতি গঠনে বদ্ধপরিকর

ফেনী: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন, শেখ হাসিনার সরকার একটি সুস্থ জাতি গঠনে বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্যখাতে ধারাবাহিক উন্নয়ন চলছে। 

সোমবার (০৫ মার্চ) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে তার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও এ অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবাসহ নানান দিক থেকে বঞ্চিত থাকতে হয়।

প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষগুলো বসবাস করছেন, আর তাদের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করেছেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।  

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী চরদরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান ও প্রধান শিক্ষক আজিজ উল্যাহ।

অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ কর্মসূচিতে চিকিৎসা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসাপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ।

এ বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এমন স্বাস্থ্যসেবা পর্যায়ক্রমে বিভিন্ন সুবিধা বঞ্চিত এলাকায় দেওয়া হবে।
 
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার দায়িত্ব নেন রোকেয়া প্রাচী। পরে চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএইচডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।