ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মার্চ ৫, ২০১৮
বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত স্কুলছাত্রকে ছুরিকাঘাত। ছবি: কাওছার উল্লাহ আরিফ

বগুড়া: সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা শেষ করা আশিক নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে নেশাগ্রস্ত ৪-৫ যুবক।

সোমবার (০৫ মার্চ) দিবাগত রাত ৮ টার দিকে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশিক ওই এলাকার লাল মিয়ার ছেলে এবং স্থানীয় নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নারুলী টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিক বাংলানিউজকে বলেন, আক্রমণকারীরা নেশাগ্রস্ত ছিলো কি না তা জানা নেই। কি কারণে তারা আশিককে ছুরিকাঘাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমবিএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।