ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মহাদেবপুরে নিষিদ্ধ পপি চাষ করায় এক ব্যক্তির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, মার্চ ৫, ২০১৮
মহাদেবপুরে নিষিদ্ধ পপি চাষ করায় এক ব্যক্তির জরিমানা মহাদেবপুরে নিষিদ্ধ পপি চাষ করায় এক ব্যক্তির জরিমানা

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিষিদ্ধ পপি গাছ চাষ করায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৫ মার্চ) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান।

আনোয়ারুল উপজেলার কুন্দনা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।

 

মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান বাংলানিউজকে জানান, বিকেলে আনোয়ারুলের বাড়ির পাশে পপি ক্ষেতের সন্ধান  পায় প্রশাসন। পরে মহাদেবপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে পপি ক্ষেতটি ধ্বংস করে। এসময় আটক করা হয় বাগানের মালিক আনোয়ারুলকে আটক করে।  

তিনি আরও বলেন, পপি ফল থেকে নিষিদ্ধ মাদক হেরোইন তৈরি হয়। এজন্য আমাদের দেশে পপি চাষ নিষিদ্ধ। বিষয়টি উপেক্ষা করে পপি চাষ করায় আটক আনোয়ারুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।