ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সুবর্ণচরে সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মার্চ ৫, ২০১৮
সুবর্ণচরে সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. কচি (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন জাবেদ (২২) নামে আরো এক শ্রমিক।

সোমবার (০৫ মার্চ) দুপুরে ইউনিয়নের চরজুবিলী গ্রামের জালাল মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কচি একই এলাকার জালাল আহমেদের ছেলে এবং অসুস্থ জাবেদ মৃত হাবিব উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে জালাল মিয়ার বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিংয়ের মালপত্র খুলছিলেন কচি ও জাবেদ নামে দুই শ্রমিক। এসময় তারা ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। টের পেয়ে বাড়ির লোকজন তাদের টাংকের ভেতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কচিকে মৃত ঘোষণা করেন।  

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবদুর রহিম বাংলানিউজকে জানান, গুরুতর অসুস্থ অবস্থায় জাবেদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।