ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ৮ লাখ টাকার ছন পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মার্চ ৫, ২০১৮
বাগেরহাটে ৮ লাখ টাকার ছন পুড়ে ছাই বাগেরহাটে ছনের গাদায় আগুন, ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট: বাগেরহাটে ছনের (পান বরজে ব্যবহৃত এক ধরণের ঘাস) গাদায় আগুন লেগে আট লাখ টাকার ছন পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৫ মার্চ) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের পাশে শশ্মান ঘাটস্থ ছনের আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে শশ্মান ঘাটস্থ পাঁচটি ছনের গাদায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অাগুনে ছনের আড়তের ব্যবসায়ী মারুফ, মাখন, জুয়েল ও হায়দারের প্রায় আট লাখ টাকার ছন পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশম সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।