ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে কনস্টেবল নিয়োগে জালিয়াতির অভিযোগে আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, মার্চ ৫, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে কনস্টেবল নিয়োগে জালিয়াতির অভিযোগে আটক ৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ লাখ টাকাসহ আটজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জালিয়াত চক্রের এক হোতাও রয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

সোমবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

পুলিশ সুপার জানান, ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আটজনের মধ্যে ছয়জনই চাঁপাইনবাবগঞ্জের। তারা হলেন লিখিত পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের শ্রী পবন সিংহর ছেলে শ্রী ফুলচান সিংহ, একই উপজেলার বুটিটোলা এলাকার মো. গাজরুল ইসলামের ছেলে আমিন আলী (লিখিত পরীক্ষায় সপ্তম স্থান অধিকারি), চৌকা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে আবদুস সালাম ও তার ভাই মনিরুল ইসলাম, পুকুরিয়া গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে মো. আনোয়ার হোসেন মাস্টার এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদ পাড়ার মোফাজ্জল হোসেনের স্ত্রী মোসা. তাজেরুল বেগম। বাকি দু’জন হলেন জালিয়াত চক্রের হোতা রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহাপুরের সেতু মণ্ডল ও তার সহযোগী শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মোকারম হোসেন।

তিনি আরো জানান, ফুলচান ও আমিন লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেলেও মৌখিক পরীক্ষায় এসে ভালো করতে না পারায় সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জালিয়াতি করার কথা স্বীকার করেন এবং জালিয়াত চক্রের সন্ধান দেন। চক্রটি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে মেধাবী কাউকে লিখিত পরীক্ষায় বসানোর ব্যবস্থা করে দেয় বলে আটক আটজন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।