ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, মার্চ ৫, ২০১৮
কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে পৌরসভার বড় বাজারস্থ মসজিদ মার্কেট থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মুংডুর (বর্তমানে বালুখালি শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা) হোসেনের ছেলে নূর ফয়েজ (৩০) ও চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সরকারহাটের পশ্চিম মির্জাপুর গ্রামের মঞ্জুর আলম (২৯)।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আটক ওই দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।