ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, মার্চ ৫, ২০১৮
বরগুনায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরগুনা: বরগুনায় ২০০ গ্রাম গাঁজাসহ মো. শামসুল হক নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সদর উপজেলার নয় নম্বর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. শামসুল হক ওই এলাকার মৃত হোসেন ব্যাপারীর ছেলে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, শামসুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে বিকেলে তার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

শামসুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।