ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে ৪ রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, মার্চ ৫, ২০১৮
হোসেনপুরে ৪ রাস্তার নির্মাণকাজের উদ্বোধন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন ইউএনও আবদুল্লাহ আল মামুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪টি গ্রামীণ রাস্তার এইচবিকরণ (ইট বিছিয়ে দেওয়া) কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ মার্চ) দুপুরে রাস্তার কাজ উদ্বোধন করেন জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে প্রমুখসহ জনপ্রতিনিধি ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রাস্তাগুলো হলো-রহিমপুর ঈদগাহ্ মাঠ থেকে চাপড়া বিল (৭শ’ মিটার), রহিমপুর মোতাহার মিয়ার ফার্ম থেকে উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭শ’ মিটার) পর্যন্ত রাস্তা। যার ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৯৪ টাকা।

এছাড়া দক্ষিণ গোবিন্দপুর মালিবাড়ি থেকে ডিসি রোড (১৭শ’ মিটার) পর্যন্ত ও পশ্চিম বোরহানের দোকান থেকে নুর হোসেনের বাড়ি (১ কিলোমিটার) পর্যন্ত রাস্তা। যার নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ ২৯ হাজার ৫২২ টাকা।

ঠিকাদারের মাধ্যমে এসব রাস্তার নির্মাণকাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।