ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, মার্চ ৫, ২০১৮
সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি। ছবি: বাংলানিউজ

বরিশাল: জাতীয় সংসসের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ করার দাবি জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে মানববন্ধন হয়েছে।

সোমবার (৫ মার্চ) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশালের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বরিশাল জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানি চক্রবর্তী, নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, আনোয়ার জাহিদ, অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, রণজিৎ দত্ত, রফিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন বাচ্চু, নারী নেত্রী প্রতিমা সরকার।

মানববন্ধনে বক্তারা তাদের দাবির বিষয়ে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।