ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৮, মার্চ ৫, ২০১৮
কাশিয়ানীতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার আসামি শফিকুল শেখের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মার্চ) সকালে উপজেলার বরাশুরা গ্রামের নিজ বাড়ির কাছে একটি সুপারী বাগানের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল ওই গ্রামের কালাম শেখের ছেলে।

নিহতের বাবা কালাম শেখ বাংলানিউজকে বলেন, শফিকুল রোববার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সকালে বাড়ির পাশের বাগানে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।  

কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হান বাংলানিউজকে জানান, শফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

২০০৬ সালের ২৩ মার্চ তারিখে ভাটিয়াপাড়া বাজারে রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী রাজু সাহাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন সাতজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শফিকুলকে পাঁচ নম্বর আসামি করা হয়। এরপর থেকে শফিকুল দীর্ঘ ১০ বছর বিদেশে ছিলো। ২০১৭ সালে বাড়ি ফিরে তিনি আদালত থেকে জামিন নেয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।