ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

আওয়ামী লীগ চতুর্থবা‌রের ম‌তো ক্ষমতায় আস‌বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, মার্চ ৪, ২০১৮
আওয়ামী লীগ চতুর্থবা‌রের ম‌তো ক্ষমতায় আস‌বে ডিএসসিসি মেয়র সাঈদ খোক‌ন

ঢাকা: ‘আওয়ামী লীগ চতুর্থবা‌রের মতো রাষ্ট্রক্ষমতায় আস‌ছে। আগামী নির্বাচ‌নে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আস‌নে জয়লাভ ক‌রে সরকার গঠন কর‌বে’। এমন প্রত্যাশা ঢাকা দ‌ক্ষিণ সি‌টি করপো‌রেশ‌নের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোক‌নের।

রোববার (০৪ মার্চ) বি‌কে‌লে ইঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউ‌টের মি‌নি অ‌ডিট‌রিয়া‌মে ঢাকা সড়ক পরিবহন মা‌লিক স‌মি‌তি আ‌য়ো‌জিত ৭ মা‌র্চের জনসভা সফল করার ল‌ক্ষ্যে মা‌লিক শ্রমিক যৌথ সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন মেয়র।  

ঢাকা সড়ক প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক ঐক্য প‌রিষ‌দের আহ্বায়ক খন্দকার এনা‌য়েত উল্যাহর সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব্য রা‌খেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দ‌ক্ষিণ) সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, কাউ‌ন্সিলর আবু আহ‌মেদ মান্নফী ও শ্র‌মিক নেতারা।

মেয়র খোকন ব‌লেন, জনসভায় বঙ্গবন্ধু কন্যার প্র‌ত্যেকটি কথা শুন‌বেন। সে‌দিন প্রধানমন্ত্রী যেসব দিক নি‌র্দেশনা দেবেন তা পাড়া-মহল্লা সব মানু‌ষের কাছে পৌঁ‌ছে দেবেন। আমরা জনগণ‌কে সংগ‌ঠিত ক‌রে এই যে অর্থ‌নৈ‌তিক মু‌ক্তির যাত্রা শুরু হ‌য়ে‌ছে তা বাস্তবায়‌নের রূপ দে‌বো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাক‌লে দুই-তৃতীয়াংশ আস‌নে জয়লাভ ক‌রে আওয়ামী লীগ চতুর্থবা‌রের ম‌তো ক্ষমতায় আস‌বে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে অর্থ‌নৈ‌তিক মু‌ক্তির বাস্তব রূপ লাভ কর‌বে, বঙ্গবন্ধুর স্ব‌প্নের সোনার বাংলায় রূপা‌ন্ত‌রিত হ‌বে।

মেয়র আরো ব‌লেন, আগা‌মী ৭ মার্চ স্মরণকা‌লের সর্ববৃহৎ জমা‌য়ে‌তের মধ্য দি‌য়ে রেকর্ড কর‌তে চাই। এজন্য ঢাকা ও আশপা‌শের সর্বস্ত‌রের মানু‌ষের পাশাপা‌শি শ্র‌মিক‌দের অংশগ্রহ‌ণের আহ্বান জানান তি‌নি। ওইদিন প্রধানমন্ত্রী দিক নি‌র্দেশনামূলক ভাষণ দে‌বেন ব‌লেও জানান মেয়র।

তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধুর ৭ মা‌র্চের ঐ‌তিহা‌সিক ভাষণ ইউ‌নে‌স্কো কর্তৃক স্বীকৃ‌তি লাভ ক‌রে‌ছে এটা আমা‌দের জন্য গৌর‌বের, অহংকা‌রের। এই স্বীকৃ‌তির ফলে যতোদিন এই পৃ‌থিবী‌তে মানব সভ্যতা থাক‌বে, যতোদিন পৃ‌থিবী‌তে রাষ্ট্রীয় ব্যবস্থা থাক‌বে, যতো‌দিন জাতিসংঘ থাক‌বে, ততোদিন জাতির জনকের ভাষণ টি‌কে থাক‌বে।

খন্দকার এনা‌য়েত উল্যাহ ব‌লেন, আমরা শ্র‌মিকরাই জ‌ড়ো হ‌লে সর্ববৃহৎ জনসভা হ‌বে। ওইদিন সায়েদাবাদ-গু‌লিস্তান থে‌কে ৭ হাজার, ফুলবাড়ীয়া-মিরপুর থে‌কে ৫ হাজার এবং মহাখালী-গাবতলী থে‌কে ২ হাজার মোট ১৪ হাজার শ্র‌মিক আস‌বেন। সবাই‌কে দুপুর দুইটার ম‌ধ্যে গোলাপ শাহ মাজা‌রের সাম‌নে জমা‌য়েত হওয়ার আহ্বান জানান এই শ্র‌মিক নেতা।

বাংলা‌দেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।