ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

২০১৮ সালে বিএসসিতে যুক্ত হবে ৫ জাহাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, মার্চ ১, ২০১৮
২০১৮ সালে বিএসসিতে যুক্ত হবে ৫ জাহাজ

ঢাকা: চলতি বছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হবে পাঁচটি জাহাজ। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে আরও একটি নতুন জাহাজ বিএসসিতে যুক্ত হবে।

জাহাজগুলোর মধ্যে রয়েছে ৩টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন।

বৃহস্পতিবার (১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসি’র উন্নয়ন, আর্থিক ও প্রশাসন বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।  

এ বছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার এবং নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার চীন থেকে বাংলাদেশে পৌঁছাবে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আরও একটি বাল্ক ক্যারিয়ার বাংলাদেশে পৌঁছাবে।

চীন সরকারের অর্থায়নে সেদেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে।  

গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। জাহাজগুলোর মোট মূল্য ১ হাজার ৪শ’ ৪৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।  

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।  

এসময় অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।