ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, মার্চ ১, ২০১৮
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ আহত ৬

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌরশহর থেকে একটি ইজিবাইকে করে আহতরা পাখিমারা বাজারে যাচ্ছিলো।

পথিমধ্যে ইজিবাইকটি ঘুটাবাছা নামক এলাকায় এলে পেছন থেকে ‘সমুদ্র সৈকত ‘ নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে এসএসসি পরীক্ষার্থী জেসমিন আক্তার, সিফাত হোসেন, মাহফুজা আক্তার, তানজিলা, গৃহবধূ শেফালী, এবং বাইক চালক মো. আলম হোসেন আহত হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেলিন বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে তানজিলা ও শেফালীকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যান্যদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।