ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

মাধবপুরে বালুর স্তুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
মাধবপুরে বালুর স্তুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বালুর স্তুপের নিচ থেকে রহুল আমীন (৯) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুহুল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (শাহবাজপুর) এর সিদ্দিক আলীর ছেলে।

তাদের মূল বাড়ি নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) রুহুল কালিকাপুর থেকে ধরমণ্ডলের উদ্দেশে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সিদ্দিক মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি বালির স্তুপ থেকে কুকুর তার মরদেহ টেনে বের করে। তার বোন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসএম রাজু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।