ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

দেশসেরা ইউএনও কুলিয়ারচরের ড. উর্মি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
দেশসেরা ইউএনও কুলিয়ারচরের ড. উর্মি ইউএনও ড. উর্মি বিনতে সালাম

কিশোরগঞ্জ: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. উর্মি বিনতে সালাম সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।  

পরে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও’র কার্যালয়ে ড. উর্মিকে ফুলেল শুভেচ্ছা জানান- উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিলাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য মো. জিল্লুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, প্রাথমিক শিক্ষায় অবদান রাখা দেশসেরা ইউএনও হিসেবে ৬ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউএনও ড. উর্মিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।