ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে অপহৃত শিশু উদ্ধার, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কালিয়াকৈরে অপহৃত শিশু উদ্ধার, আটক ৩

গাজীপুর: বগুড়া থেকে শুভ আহমেদ (৮) নামে এক অপহৃত শিশুকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুভ বগুড়ার আদমদিঘী থানার সানদিরা দক্ষিণপাড়া এলাকার শিবলু আহমেদের ছেলে ও বগুড়ার শহীদ সিরাজ উদ্দিন মেমোরিয়াল একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে শিশু শুভকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত তিন যুবককে আটক করা হয়েছে।  

আটকরা হলেন- বগুড়ার আদমদীঘি থানার বামনী এলাকার ফরমান আলীর ছেলে জাকির হোসেন (২২), উতরাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে নাইম মন্ডল (২০) ও চকসাবাজ এলাকার দুলাল উদ্দিনের ছেলে সাগর আহমেদ (২৪)।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বাংলানিউজকে জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশু শুভ। পথে প্যান্ট-শার্ট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করা হয় তাকে।  

মঙ্গলবার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার স্বপ বিলাস গেস্ট হাউজ থেকে বিষয়টি জানালে সেখানে অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী তিন যুবক আটক করা হয়।  

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।