ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ঝাং জুওকে নিয়োগ দিয়েছে চীন। এরআগে, দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মা মিংকিয়াং।

কূটনৈতিক সূত্রগুলোর দেওয়া তথ্যমতে, সোমবার (১২ ফেব্রুয়ারি) নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাং জুও বাংলাদেশে আসেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি লেটার অব ক্রেডেনশিয়ালের কপি উপস্থাপন করেছেন।

এখন সেটি রাষ্ট্রপতির কাছে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।  

এদিকে, আগের রাষ্ট্রদূত মা মিংকিয়াং ২০১৭ সালের ডিসেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের এক সম্মেলন যোগদানের উদ্দেশে ঢাকা ছেড়ে গেলেও তিনি আর ফেরেননি। ফলে তার বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়ে ওঠেনি।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এইচএল/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।