ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুক মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা ইকবাল।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া উপজেলার ডুলনা গ্রামের হাসান মিয়ার ছেলে।

আহত ইকবাল ডুলনা গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমীর হোসেন বাংলানিউজকে জানান, ইকবাল ও মাসুক মোটরসাইকেলে করে আমকান্দি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় চালক ইকবাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত হন তারা। স্থানীয় লোকজন এ অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।