ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুর হাত ভেঙে দেয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
দৌলতপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুর হাত ভেঙে দেয়ার অভিযোগ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে ৮ বছরের একটি শিশুর হাত ভেঙে দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ফয়সাল (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

এদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বাজার সংলগ্ন এক আবাসিক কোয়ার্টারের পরিত্যক্ত ভবনের পেছনে এ ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানায়, ওই এলাকার দিনমজুরের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী উপজেলা আবাসিক কোয়ার্টারের পরিত্যক্ত ভবনের পেছনে আম গাছের পাতা কুড়াচ্ছিল। এসময় দৌলতপুর কলেজপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে ফয়সাল (১৬) তাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে ফয়সাল তাকে মারধর করে ডান হাত ভেঙে দেয় এবং গলা টিপে হত্যার চেষ্টা করলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এসময় ফয়সাল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডা. অরবিন্দু পাল জানান, মেয়েটি ডান হাত ভাঙাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি অবগত হওয়ার পর দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমানের তৎপরতায় পুলিশ তাৎক্ষণিক লম্পট ফয়সালকে আটক করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মেয়েটিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।