ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বুড়িগঙ্গা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মাঝ নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,  ওই তরুণীর পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও কামিজ।

মরদেহ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।