ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রীবাহী লঞ্চ ও বাস থেকে ১৩৬ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
যাত্রীবাহী লঞ্চ ও বাস থেকে ১৩৬ মণ জাটকা জব্দ জব্দ হওয়া জাটকা

বরিশাল: বরিশালে কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক অভিযানে যাত্রীবাহী লঞ্চ ও বাস থেকে ১৩৫ মণ জাটকা জব্দ করেছে। এ ঘটনায় পাঁচজনকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশান বরিশাল চাড়িপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালিন সময় এমভি সাত্তার খান-১, এমভি যাওয়া আসা-২, এমভি জাহিদ-৮ নামক যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করে।

যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। পরবর্তীতে সকালে জব্দ হওয়া জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি বরিশাল নগরের আ. রব সেরনিয়াবাদ সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালায়। অভিযানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সুগন্ধা ও বেপারী নামক দু’টি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮শ ৪০ কেজি (৯৬ মন) জাটকা জব্দ করে।

পাশাপাশি ওই সময় জাটকা পাচারের সঙ্গে জড়িত মো. ওয়াসিম মাঝি (৩৪), মো. জাহাঙ্গীর শরীফ (৩৮), মো. লোকমান ইসলাম (৩২), মো. লিটন হাং (৪৫) ও মো. আসাদ
খন্দকার (৪০) নামে পাঁচজনকে আটক করা হয়।

আটকদের মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।