ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নাশকতার প‌রিকল্পনায় ঢাকায় ফের জেএম‌বি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
নাশকতার প‌রিকল্পনায় ঢাকায় ফের জেএম‌বি  আটক জেএমবির দুই সদস্য/ছবি: বাংলানিউজ

ঢাকা: ফের নাশকতার প‌রিকল্পনায় ঢাকায় এসেছিল জেএমবির ছয়-সাত জন সদস্য। গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অ‌ভিযান চালিয়ে ওই গ্রু‌পের দু’জন‌কে আটক করা সম্ভব হলেও বা‌কিরা পা‌লি‌য়ে যায়। এসময় তাদের কাছ ‌থে‌কে দু’টি চাপা‌তি, জঙ্গিবাদী বই, ৭২৪ ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রা‌তে আটক জেএমবির দুই সদস্য হলেন, নুরুজ্জামান লাবু (৩৯) ও নাজমুল ইসলাম শাওন (২৬)।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপু‌রে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মি‌ডিয়া সেন্টা‌রে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে এতথ্য জানান র‌্যাব-২ এর অ‌ধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আ‌নোয়ারুজ্জামান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তি‌নি ব‌লেন, নুরুজ্জামান বাস-ট্রাকের হেলপার ও লন্ড্রি দোকানে কাজ কর‌তেন। বর্তমানে তি‌নি কখ‌নো রিকশা আবার কখ‌নো দিনমজুরের কাজ ক‌রেন। তি‌নি মাদ্রাসায় ভর্তি হলেও পড়ালেখা শেষ ক‌রেননি। ২০১৫ সালে ধর্মীয় উগ্রবাদিতায় উদ্বুদ্ধ হন।

‌তি‌নি ব‌লেন, নুরুজ্জামানকে স্থানীয় জেএমবির পক্ষ থেকে একটি অটোরিকশা কি‌নে দেওয়া হয়। অটোরিকশা চালানোর অজুহাতে তিনি বিভিন্ন এলাকায় রেকি করতেন এবং মুসলিম থে‌কে খ্রিস্টান হ‌য়ে‌ছেন এমন একজন‌কে হত্যার উদ্দেশ্যে সম্প্র‌তি অনুসরণ কর‌ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল আ‌নোয়ারুজ্জামান আরো ব‌লেন, গ্রেফতার নাজমুল পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। ২০১৫ সালে তিনি উগ্রবাদী ধর্মীয় মতাদর্শে আসক্ত হন। গত মার্চ মাসে আবু আব্দুল্লাহ নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবিতে সম্পৃক্ত হন। প‌রে তি‌নি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উগ্রবাদী মতাদর্শ প্রচার শুরু ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।