ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

এখনো বন্ধ নাজিম উদ্দিন রোড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এখনো বন্ধ নাজিম উদ্দিন রোড নাজিম উদ্দিন রোড/ছবি: শাকিল আহমেদ

নাজিম উদ্দিন রোড কারাফটক থেকে: কেন্দ্রীয় কারাগারের সামনে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড এখনো বন্ধ রয়েছে। এ রোডে রিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, মাক্কুশাহ মাজারের মোড়ে বেরিকেড দিয়ে রেখেছে পুলিশ। রিকশা, সাইকেল থেকে শুরু করে কোনো রকম যানবাহন নিয়ে দক্ষিণ দিকে চকবাজার, বেগমবাহার, মৌলভিবাজার, মিটফোর্ড যাওয়া যাচ্ছে না।

একইভাবে চকবাজার, বেগমবাজারের দিক থেকে উত্তরমুখী যানবাহন চলা বন্ধ রয়েছে। তবে এ রোডের যাত্রীদের হেঁটে যেতে দেখা গেছে।

গুলিস্তান থেকে চকবাজার রুটের লেগুনার যাত্রীরা মাক্কুশা মাজার মোড়ে নেমে হেঁটে যাচ্ছেন। এখানে নেমেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তারা। কেউ বলছেন, কারাগার থাকতে এখানে খালেদা জিয়াকে এখানে রাখার ফলে আমাদের ভোগান্তি বেড়েছে। এ ভোগান্তির শেষ কবে জানি না।

মাক্কুশা মাজারের মোড়ে চেকপোস্টে দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) শাহজাহান বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন ধরে নাজিম উদ্দিন রোডের এ রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। কবে খুলবে জানি না। আমরা শুধু হুকুম পালন করি।

গত পাঁচদিন রাস্তাটি বন্ধ। তবে রাস্তাটি ঠিক কবে খুলে দেওয়া তা তারা জানাতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেন আদালত। ওইদিনেই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এরপর থেকেই এ রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।