ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নেছারাবাদে বসত ঘরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, ফেব্রুয়ারি ১২, ২০১৮
নেছারাবাদে বসত ঘরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।  

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে আব্দুস ছাত্তারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এ সময় আব্দুল ছাত্তারের শাশুড়ী ফাতেমা ঘরে ছিলেন। আগুনে আব্দুস ছাত্তারের ঘর ও পাশ্ববর্তী আব্দুর রহিমের ঘর পুড়ে যায়। দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে এলাকাবাসী সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আব্দুস ছাত্তারের ঘর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে।  

আব্দুস ছাত্তার জানান, রাতে তার শাশুড়ীকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পাশের বাড়িতে টিভি দেখতে যান। রাত সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। এতে ফাতেমা বেগম আগুনে পুড়ে মারা যান। তার বাড়ি উপজেলার দৈহারি ইউনিয়নের চিলতলা গ্রামে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।