ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে আগুনে ৮ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ১২, ২০১৮
রাঙামাটিতে আগুনে ৮ ঘর পুড়ে ছাই

রাঙামাটি: রাঙামাটি শহরের ফরেস্ট কলোনি এলাকায় তিনটি সরকারি কোয়ার্টারসহ আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি বসত ঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে অনুমান করা হচ্ছে।
 
রাঙামাটি অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বাংলানিউজকে জানান, আগুনের উৎপত্তি কোথা থেকে হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছেন। তবে আগুন নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।