ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ৬ মাদকসেবী-জুয়াড়ির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ১২, ২০১৮
সৈয়দপুরে ৬ মাদকসেবী-জুয়াড়ির জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে একজনকে পাঁচ হাজার ও পাঁচ জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ এ জরিমানা করেন।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, দুপুরে শহরের গোলাহাট থেকে মাদক সেবনরত অবস্থায় একই এলাকার মোক্তার আহমেদকে (৩৫) আটক করা হয়।

এছাড়া উপজেলার কামারপুকুর ইউনিয়নে জুয়ার আসর থেকে মোকছেদুল ইসলাম (৩২), বাবু হোসেন (২৪), মোস্তাফিজার রহমান (২০), রাকিবুল ইসলাম (২০) এবং হাসান আলীকে (২৩) আটক করা হয়। বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা ও পাঁচ জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।