ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, ফেব্রুয়ারি ১২, ২০১৮
মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।  

তিনি বলেন, অাটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।