ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

নিউমার্কেটের এক তলার ওপরে দোকান নির্মাণ স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ফেব্রুয়ারি ১১, ২০১৮
নিউমার্কেটের এক তলার ওপরে দোকান নির্মাণ স্থগিত

ঢাকা: এক তলা বিশিষ্ট রাজধানীর নিউমার্কেট ভবনের ওপরের দিকে স্টিলের ছাউনি দিয়ে দোকান নির্মাণের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রোববার (১১ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

রুলে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে ওপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারী।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।     

নিউমার্কেটের ওপরে স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

বাংলাদেশ সময় ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।