ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, ফেব্রুয়ারি ১১, ২০১৮
গোবিন্দগঞ্জে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় মাহাবুব মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার কোচারশহর এলাকার আজাদ কনস্ট্রাকশন নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের হাছেন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মাহাবুব প্রতিদিনের মতো ইটভাটায় মাটির কাজ করছিলেন। হঠাৎ মাটির চাপায় গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।