ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সোনাইমুড়ীতে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সোনাইমুড়ীতে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর হাসনা আক্তার (১৮ দিন বয়সী) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইউনিয়নের পোরকরা গ্রামের বড়বাড়ীর একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসনা আক্তার ওই বাড়ির আবুল হোসেনের মেয়ে।

 

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, শুক্রবার বিকেলে ঘর থেকে নিখোঁজ হয় হাসনা। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার দুপুরে হাসনার বাবা এ বিষয়ে থানায় অবগত করেন। রোববার বিকেলে হাসনার পরিবারের লোকজন তাদের ঘরে পাশের ডোবার মধ্যে ভাসমান অবস্থায় হাসনার মরদেহ দেখতে পায়।      

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসনার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।