ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

রাণীনগরে হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে আহত মারুফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, ফেব্রুয়ারি ৪, ২০১৮
রাণীনগরে হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে আহত মারুফ

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলায় দুর্বৃত্তদের মারধরে আহত হয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে মারুফ হোসেন (১৬) নামে এক মেধাবী শিক্ষার্থী।

মারুফ চলতি এসএসসি পরীক্ষায় উপজেলার রাতোয়াল আরএন উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

২ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়াপাড়ায় মারুফের ওপর এ হামলার ঘটনা ঘটে।

মারুফ হোসেন উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়াপাড়ার মৃত সামাদ প্রামাণিকের ছেলে।

শিক্ষার্থী মারুফ জানায়, সে যেন পড়ালেখা করে বড় কিছু হতে না পারে এজন্য তার এসএসসি পরীক্ষা চলাকালীন তার চাচাতো ভাই পূর্ব পরিকল্পনা অনুসারে এ ঘটনা ঘটিয়েছে। এছাড়াও তাদের পারিবারিক শত্রুতার জেরও এ মারধরের মূল কারণ।

শুক্রবার সন্ধ্যায় মারুফ রাতোয়াল বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিল। পথে বাড়ির রাস্তার পাশের জঙ্গল থেকে তার চাচাতো ভাই রহমান প্রামাণিকের ছেলে আক্তার হোসেনের মদদে স্থানীয় ৪-৫ জন ছেলে রড ও বাঁশ নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তাদের মারধরে মারুফের পা ও ডান হাত সবচেয়ে বেশি জখম হয়। পরে স্থানীয়রা জানতে পেরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, মারুফের ডান হাত ও পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকেই মারুফ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি স্থানীয়দের মধ্যমে শুনেছি। তবে মারুফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।