ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সূবর্ণচরে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ফেব্রুয়ারি ২, ২০১৮
সূবর্ণচরে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাফর উল্যাহ (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার শ্যালক।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাফর উল্যাহ মোহম্মদপুর ইউনিয়নের চর তরাবআলী গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্ব চরমজিদ গ্রামে জাফর উল্যাহকে পিটিয়ে গুরুতর আহত করে তার শ্যালক সাহাব উদ্দিন।

স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চরমজিদ গ্রামে জাফর উল্যাহ ও তার শ্যালক সাহাব উদ্দিন সরকারি খাস জমি দখল নিয়ে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাফরের গরুর বাছুর সাহাব উদ্দিনের শিম গাছ খেয়ে ফেলে।

এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ভগ্নিপতি জাফর উল্যাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয় পড়েন।

একপর্যায়ে লাঠি দিয়ে সাহাবউদ্দিন এলোপাতাড়ি পিটিয়ে আহত করে জাফর উল্যাহকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাফর উল্যাহকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।