ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে পরিবেশ রক্ষায় মানববন্ধন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, ফেব্রুয়ারি ২, ২০১৮
সাভারে পরিবেশ রক্ষায় মানববন্ধন পরিবেশ রক্ষায় মানববন্ধন

সাভার (ঢাকা): পরিবেশ দ‍ূষণের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে সাভারের সর্বস্তরের জনগণ।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় মানববন্ধনের আয়োজন করেন আলম নগর হাউজিং সোসাইটি।

মানববন্ধন চলাকালে বক্তারা সাভারের হেমায়েতপুরের আশপাশে গড়ে ওঠা বিভিন্ন কলকাখানার দূষণের কথা তুলে ধরেন।

এসময় তারা বলেন, বিভিন্ন দূষিত কারখানা ও সদ্য নির্মিত টিন কারখানার দূষণে ক্ষতির সম্মুখিন হচ্ছেন স্থানীয়রা। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সীরা। পরিবেশ রক্ষার দাবিতে এসময় তারা বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।