ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জ পৌর মেয়রের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৬, ফেব্রুয়ারি ২, ২০১৮
সুনামগঞ্জ পৌর মেয়রের দাফন সম্পন্ন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুলের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ্ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য তারিক হাসান
দাউদ, দেওয়ান গণিউল সালাদীন প্রমুখ।

এছাড়াও জেলা আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীসহ দল মত নির্বিশেষে মেয়রের জানাজায় অংশ নেন। এসময় মেয়রের ছেলে রাদ বখত সবার কাছে তার বাবার পক্ষ থেকে ক্ষমা চান।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।