ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে বাসচাপায় সবজি বিক্রেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, জানুয়ারি ২৯, ২০১৮
সাভারে বাসচাপায় সবজি বিক্রেতার মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের উলাইল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় আবু বকর (৩৬) নামে একজন সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। বকরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার নয়াপাড়া এলাকায়।

তার বাবার নাম আহম্মদ বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, আবু বকর পেশায় একজন সবজি বিক্রেতা। সকালে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার পথে উলাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।