ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ব‌রিশা‌লে রো‌হিঙ্গা সন্দেহে উদ্ধার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, জানুয়ারি ২৯, ২০১৮
ব‌রিশা‌লে রো‌হিঙ্গা সন্দেহে উদ্ধার ৮

ব‌রিশাল: ব‌রিশাল নগ‌রের একটি আবাসিক হোটেল থেকে রোহিঙ্গা সন্দেহে ৮ জন‌কে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নগ‌রের কাটপট্টি রোডের হোটেল নক্ষত্র থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা  (ডিবি) পুলিশ।

ডিবির সহকারী কমিশনার শাখাওয়াত জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই হোটেল থেকে এক নারী এক পুরুষ ও ৬ শিশুকে উদ্ধার করা হয়েছে।

তবে এ ব্যাপারে ভালোভাবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তা‌দের প‌রিচয় নি‌য়ে যাচাই বাছাই করা হ‌চ্ছে। পাশাপা‌শি রো‌হিঙ্গা ক্যা‌ম্পের সঙ্গেও যোগা‌যোগ করা হ‌চ্ছে।

বাংলা‌দেশ সময় : ০৯১২ ঘণ্টা, জানুয়া‌রি ২৯, ২০১৮
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।