ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙ্গাবালীতে ট্রলির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, জানুয়ারি ২৫, ২০১৮
রাঙ্গাবালীতে ট্রলির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মালবাহী ট্রলির ধাক্কায় শাহরিয়ার মাকসুদ রুপম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

রুপম উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূইয়ার হাওলা গ্রামের ফকিজ হাওলাদারের ছেলে ও পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজ গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানায়, বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুঁইয়ার হাওলা-মোল্লার বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রুপম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে মাথায় আঘাত পায় রুপম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।