ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন বর্জন বিএনপিপন্থিদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ২৫, ২০১৮
ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন বর্জন বিএনপিপন্থিদের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ভোটবর্জন-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল এ ঘোষণা দেয়।

জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্যানেলের পক্ষে বহিরাগতরা পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে।

ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি, যারা ঢুকতে পেরেছিলো তাদের বের করে দেওয়া হয়েছে।

তিনি জানান, তাদের প্যানেল থেকে ১১ পদের ১১ প্রার্থীই ভোটবর্জন করেছেন।  

তবে ভোটে কোনো বাধা কিংবা পেশিশক্তি দেখানো হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে ১৪৫ জন ভোটার রয়েছেন।  

বাংলা‌দেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০১৮
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।