ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

দেশে ৩ কোটি মানুষ প্রাণিসম্পদের উপর নির্ভরশীল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, জানুয়ারি ২২, ২০১৮
দেশে ৩ কোটি মানুষ প্রাণিসম্পদের উপর নির্ভরশীল খামারিদের পুরস্কার দেওয়া হচ্ছে

বাগেরহাট: দেশে ৩ কোটি মানুষ প্রাণিসম্পদের উপর নির্ভরশীল।  অর্থনৈতিক দিক দিয়ে গার্মেন্ট সেক্টরের পরেই প্রাণিসম্পদ  সেক্টরের অবদান। বর্তমান সরকার প্রাণিসম্পদের উন্নয়নের  মাধ্যমে দেশের মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য অবদান  রাখছে।

তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি  অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাগেরহাট শহরের জেলা  প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে গবাদি পশু প্রদর্শন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল, সহকারী পুলিশ সুপার  (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার  শাহরিয়ার মুক্ত, বিআরডিবি সদর উপজেলার চেয়ারম্যান সরদার শুকুর আহমেদ, মহিষ প্রজনন খামারের ব্যবস্থাপক ডা. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খান শাহিদুজ্জামান।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৫০ জন খামারীকে উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।